Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০১৬

নোয়াখালীতে শুরু হল কৃষি প্রযুক্তি মেলা-২০১৬


প্রকাশন তারিখ : 2016-05-16

13177361_979639625483631_1077438868163058764_n%20-%20Copy

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী এর উদ্যোগে গত ১৬ মে’২০১৬ইং সকাল ১০-০০টায় স্থানীয় ঈদগাহ ময়দান, মাইজদী কোর্ট, নোয়াখালীতে কৃষি প্রযুক্তি মেলা-২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়। কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য, উপ.পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বদরে মুনির ফেরদৌস, জেলা প্রশাসক, নোয়াখালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. ইলিয়াছ শরীফ, পুলিশ সুপার, নোয়াখালী।
প্রধান অতিথি জনাব বদরে মুনির ফেরদৌস, জেলা প্রশাসক, নোয়াখালী মেলার উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত স্টলসমুহ পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি মেলার গুরুত্ব তুলে ধরে মেলার সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মেলার উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য পেশ করেন কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী। মেলায় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের ২০টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি বিষয়ক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সকাল ৯ টায় হতে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। এ মেলা  ২০’মে-২০১৬ ইং তারিখ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।